| 🦅 ঈগল পাখির চোখ এত তীক্ষ্ণ যে ৫ কিমি দূরের শিকার দেখতে পায়! | |
| 🪂 ঈগল আকাশে ডানা না ঝাপটিয়ে মিনিটের পর মিনিট ভেসে থাকতে পারে। | |
| 🏰 ঈগল বাসা বানায় উঁচু পাহাড় বা গাছের মাথায় — যেন কেউ ধরতে না পারে! | |
| 👨👩👦 মা–বাবা ঈগল দুজনেই বাচ্চার যত্ন নেয়। | |
| 🥚 ঈগল বছরে মাত্র ১০–২০টা ডিম পাড়ে। | |
| 🦴 ঈগলের ঠোঁট আর নখর খুবই শক্ত — হাড়ও ভেঙে ফেলতে পারে! | |
| 🎯 ঈগল একবার তাক করলে শিকার ছাড়া ফেরে না। | |
| 🎨 ঈগলের রং সাধারণত বাদামি, সাদা ও কালো মেশানো হয়। | |
| 💕 ঈগলরা জোড়ায় জোড়ায় থাকে, এবং অনেক বছর একসাথে থাকে। | |
| 🌍 Bald Eagle হলো আমেরিকার জাতীয় পাখি! | |